শোকাবহ আগস্টের প্রথম দিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
শোকাবহ আগস্টের প্রথম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা। আজ বৃহস্পতিবার (১ আগাস্ট) সকালে কালো ব্যাচ ধারণ করে সমাধি সৌধের বেদিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আল বেলী আফিফার নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।
এ সময় পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফুল কবির চন্দন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) উখিংমে,অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. আলাউল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পাটগাতি ইউনিয়নের চেয়ারম্যান শুকুর আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।