গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে টিয়ারশেল, পুলিশবক্সে আগুন
গাজীপুরের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। আজ শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে শিক্ষার্থীরা পুলিশবক্সে আগুন ধরিয়ে দেয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সমাবেশে যোগ দেয়। শ্রীপুর থেকে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী ও পুলিশ প্রথমদিকে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। পরে আরও পুলিশ এসে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল এবং রাবার বুলেট ছোঁড়ে। এক পর্যায়ে আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশবক্সে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
অবস্থান কর্মসূচির পর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অবস্থান নেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ছাড়া গাজীপুরের শিমুলতলী এলাকায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরে তারা প্রতিবাদ সমাবেশ করে।