নেত্রকোনায় মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় যুবদল
সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির ও উপসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে নেত্রকোনায় সতর্ক অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে দিনে ও রাতে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন তারা।
এসময় যুবদলের নেতাকর্মীরা শহরের সাতপাই বড় কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, পুকুরিয়া মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন।
নেত্রকোনা জেলা যুবদল জানায়, ছাত্র-জনতার গণআন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। বিশৃঙ্খলা মোকাবিলায় যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, কেন্দ্রীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফন্টের যুগ্ম মহাসচিব মানিক রায় প্রমুখ।