ভোলা শহর পরিষ্কারে ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
আন্দোলন সফলের পর এবার সারা দেশে বিভিন্ন শহর পরিষ্কার ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই ভোলা শহর পরিষ্কার ও পুরো শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের বাংলাস্কুল মোড়সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনের সময় দেয়ালে লেখা বিভিন্ন স্লোগানও মুছে ফেলে তারা। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালানোর পর শহরে পুলিশ সদস্যদের দেখা যায়নি।
স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা বলেন, এখন দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমাদের শহর অপরিচ্ছন্ন থাকতে পারে না। ট্রাফিক সিস্টেমেও অব্যবস্থাপনা থাকতে পারে না। সাধারণ মানুষের দুর্দশা লাঘবে আমরা কাজ করছি।
এসময় ছাত্রদের পাশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, রেডক্রিসেন্ট সদস্যদেরও কাজ করতে দেখা গেছে।