বিদেশি প্রভুদের ছাড়াই আন্দোলন সফল হয়েছে : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিদেশি কোনো প্রভুদের সহায়তা ছাড়াই সফল হয়েছে।
আজ বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, ৭১ সালে স্বাধীনতা নিয়ে অনেকে বলেন, আমাদের দান করেছেন। অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এবারের আন্দোলন বিদেশি কোনো প্রভুদের সহায়তা ছাড়াই সফল হয়েছে। এদেশের জনগণ সফল করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নেই। আমরা বিজয় উৎসব যখন পালন করি তখন কিছু কিছু দুষ্কৃতকারী দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনারা তাদের প্রতিহত করবেন। বিভিন্ন জায়গায় বাড়িসহ বিভিন্ন স্থাপনা দখলের অনেক খবর শুনেছি। বিএনপির ভাইদের, ছাত্র ভাইদের বলছি, এসব প্রতিহত করতে হবে।
মির্জা আব্বাস বলেন, এটা আমরা করতে দেব না। আমরা স্থাপনা পাহারা দেব। সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে গণ্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে। চোখ-কান খোলা রাখবেন। যে কোনো সময় প্রস্তুত থাকবেন। যে কোনো অপশক্তিকে আমরা আবারও মোকাবিলা করব।
বিএনপির নেতাকর্মীদের গত দশকের বেশি সময়ে অবদানের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, বিএনপির নেতাকর্মীরা ঠিকমতো ঘুমাতে পারেননি। গতকাল রাতে আমি অনেক ঘুমিয়েছি। আল্লার কাছে শোকর।