মানিকগঞ্জে দোকানপাট ও মন্দির পরিদর্শনে বিএনপিনেতা আফরোজা
মানিকগঞ্জ শহরের বিভিন্ন দোকান ও মন্দির পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ শহরের কয়েকটি মন্দির ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির অফিস পরিদর্শন করেন তিনি। পরে মানিকগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আফরোজা। এ সময় নির্বিঘ্নে সবাইকে স্বাভাবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের জানমাল, মন্দির ও বাসাবাড়িতে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে জনগণকে সচেতন করতে জেলা বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লায় মন্দিরগুলো পাহারা দেওয়া হচ্ছে। মানিকগঞ্জে একটি মন্দিরেও হামলার ঘটনা ঘটেনি।
আফরোজা খান রিতা বলেন, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। সাংবাদিকদের কেউ অসম্মান করবে এটা মেনে নেওয়া হবে না।
এ ছাড়া আফরোজা খান মানিকগঞ্জে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত তিনজন সাংবাদিকের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।