গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ডিবিতে, তোলা হবে আদালতে
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তারের পর তাকে ডিবিতে নেওয়া হয়। আজ শুক্রবার (১৬ আগস্ট) তাকে আদালতে তোলা হবে।
আজ বিকেলে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, জিয়াউল আহসানকে আজই আদালতে তোলা হবে।
এর আগে দুপুরে ডিএসপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় করা মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।