একদফা দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/18/graam_pulish.jpg)
বেতনবৈষম্য থেকে মুক্তি এবং চাকরি জাতীয়করণ করে পুলিশ সদস্যদের মতো রেশন ও পেনশন সুবিধার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন গ্রাম পুলিশের সদস্যরা।
আজ রোববার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বেতন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি’ এই সমাবেশ করে।
সমাবেশে গ্রাম পুলিশের সদস্যরা বলেন, ‘আমরা অক্লান্ত পরিশ্রম করে মাসে সাড়ে ছয় হাজার টাকা পাই, যেখানে চালের কেজি ৬০ থেকে ৭০ টাকা। আমরা বছরেও এক কেজি গরুর মাংস কিনতে পারি না। সন্তানদের পড়াশোনা করাতেও কষ্ট হয়।’
সমাবেশের প্রধান সমন্বয়ক লাল মিয়া বলেন, ‘আমরা সরকারের দেওয়া পোশাক পরে দিনরাত ২৪ ঘণ্টা অন্য বাহিনীর মতো দায়িত্ব পালন করে থাকি। সাত দিনের মধ্যে আমাদের সব দাবি মানতে হবে।’
এর আগে, গত ১৪ আগস্ট থেকে বেতন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটির সদস্য ও সাধারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বিক্ষোভ শুরু করেন।