জয়পুরহাটে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/18/hasinakader.jpg)
জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক হুইপ ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ মোট ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র নজিবুল সরকার ওরফে বিশাল গুলিতে নিহতের ঘটনায় এ মামলা করা হয়।
আজ রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুল সরকার ওরফে বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল সরকার ওরফে বিশাল (১৮) নিহত হন। তিনি পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার ১৪ দিন পর আজ তাঁর বাবা আদালতে এই হত্যা মামলা করেন।