আ.লীগনেতা অজয় কর ৩ দিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগনেতা অজয় কর খোকনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন গত ২৫ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন। পরে আজ তাকে আদালতে হাজির করা হয়। এরপরে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক আসামি অজয় করকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২২ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকার ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা নেতাকর্মীদের দেশবিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় সেদিন গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।
গত ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে অজয় করকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।