যুবদলনেতা হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আহত রবিউল ইসলামের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক মামলার অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য রমনা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী সৈয়দ নুরে আলম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অপর আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি নুরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদ, ডিসি ডিবি রমনা জোনাল টিম হুমায়ুন কবির, ডিসি ডিবি ডেমরা জোনাল টিম রবিউল আরাফাত লেলিন, এডিসি ডিবি রমনা জোনাল টিম মিশু বিশ্বাস, এডিসি এডমিন এনামুল হক মিঠু, এসি ডিবি তেজগাঁও রাকিবুল হাসান, এডিসি ডিবি ওয়ারী জোনাল টিম ইলিয়াস, এসআই পার্থশেখর ঘোষ, এএসআই মনিরুল ইসলাম, এএসআই লিটন তুষার ও পুলিশ সদস্য জাহাঙ্গীর।
জানা যায়, গত ২০ জুলাই ১-৭ নং আসামির প্রত্যক্ষ নির্দেশে অপরাপর আসামিরা ভিকটিম রবিউল ইসলাম নয়নকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এছাড়া অপর ভিকটিম সাংবাদিক আযীনুল ইসলাম ইমনের দুই হাতে, দুই পায়ের উরু ও কোমরের পিছন দিকে খুব কাছ থেকে শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলি করে। পরবর্তীতে রিকশাচালক ও উপস্থিত জনতা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।