বন্যার্তদের পাশে আরএফইডি, ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান
বন্যায় পানিবন্দি ১১ জেলার মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শেষ তথ্য বলছে, এ পর্যন্ত তিন হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছে। বাসভাসিদের পাশে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। পাশাপাশি তাদের সঙ্গে অংশ নিতে পারবেন যে কেউ। জনসাধরণের উদ্দেশে এমন আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আরএফইডি বলছে, দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যায় আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা। সেজন্য, আরএফইডির সদস্যসহ দেশের যে কারও কাছ থেকে আমরা অনুদানের আহ্বান জানাচ্ছি। সবার পাঠানো অনুদান সংগঠনটি দুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিতে চায়।
আরএফইডির সভাপতি একরামুল হক সায়েম বলেছেন, পেশাগত স্বার্থ রক্ষা ও উন্নয়নের পাশাপাশি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
ব্যক্তিগতভাবে সবাইকে আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানিয়ে সায়েম বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করি। এ ব্যাপারে শুভাকাঙ্ক্ষী, স্বজন বা পরিচিতজনদের উৎসাহিত করি। আরএফইডির নিজস্ব তহবিল থেকেও আমরা অনুদান দেব।
যেভাবে পাঠাতে পারেন অনুদান :
বিকাশ : ০১৭৩৪২৮৭৭০৩ ও নগদ : ০১৭১৭৯১৮০৪৪ (মাসুদ রায়হান পলাশ, অর্থ সম্পাদক, আরএফইডি)