বেতন বৈষম্যের প্রতিবাদে ধামরাইয়ে সড়ক অবরোধ
বেতন বৈষম্যের অভিযোগ তুলে ধামরাইয়ে সড়ক অবরোধ করেন একদল শ্রমিক। তারা ফুটওয়্যার খাতের একটি প্রতিষ্ঠানের বলে জানা যায়। এতে ঢাকা-আরিচা মহাসড় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন, ওভারটাম, মাসিক মোট বেতনের সমান ঈদ বোনাসসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের পর আন্দোলনে নামেন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম জানান, শ্রমিকরা বাটা সু কোম্পানির। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।