নিজ এলাকায় পলকের বিরুদ্ধে দুটি মামলা
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে নিজ নির্বাচনি এলাকা নাটোরের সিংড়ায় দুটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাতে সিংড়া থানায় মামলা দুটি করেন উপজেলার রামানন্দ-খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।
মামলায় পলকের নির্দেশে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা ও দলের নেতাকর্মীদের মারপিটের অভিযোগ আনা হয়।
অপর মামলাটি করেন একই ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন। তিনি মামলায় অভিযোগ করেন ২০১৮ সালের সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের এজেন্ট হওয়ায় পলকের নির্দেশে তাঁকে কেন্দ্র থেকে বের করে পিটিয়ে জখম করা হয়। মামলা দুটিতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানিয়েছেন দুটি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।