যুক্তরাষ্ট্রে গেলেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী
যুক্তরাষ্ট্রে ৯ দিনের সফরে গেছেন দর্শকপ্রিয় চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জে এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেন।
উত্তর আমেরিকায় এনটিভির সম্প্রচার পার্টনার সাউন্ডভিউ ব্রডকাস্টের চেয়ারম্যান সৈয়দ হোসাইন ও স্থানীয় বিএনপিনেতারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
সাউন্ডভিউ কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে মোহাম্মদ মোসাদ্দেক আলী প্রবাসে এনটিভিকে কীভাবে আরও বেশি দর্শকের কাছাকাছি নিয়ে যাওয়া যায় ও আধুনিক করা যায়, এ বিষয়ে খোঁজখবর নেবেন। ডিজিটাল মিডিয়ায় আরও বেশি ভূমিকা রাখতে এবং বিশ্বের সর্বত্র এনটিভিকে পৌঁছে দিতে সম্ভাব্য পদক্ষেপ নিতে তিনি স্থানীয় একাধিক প্রতিষ্ঠানের সঙ্গেও বৈঠক করবেন। এনটিভি বাংলাদেশে সম্প্রচার শুরু করার কিছুদিন পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকেও সম্প্রচার শুরু করে।
যুক্তরাষ্ট্র সফরকালে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর সঙ্গে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তাঁরা দুজনেই যুক্তরাষ্ট্রের স্থানীয় একাধিক ব্যবসায়ী গ্রুপের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।