ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শাহবাগ থানায় এ মামলা করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। তারা সবাই ছাত্রলীগের।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এনটিভি অনলাইনকে মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে, মামলায় কতজনকে আসামি করা হয়েছে ও কে মামলা করেছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল আমীন এনটিভি অনলাইনকে তিনজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন—ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের মুস্তাককিন সাকিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়৷ জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
গতকাল বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও তাকে মারধর করা হয়। এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন