‘সুজন বন্ধু’র ঢাকা জেলা কমিটি গঠন
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহযোগী সংগঠন ‘সুজন বন্ধু’র ঢাকা জেলার কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সুজনের কেন্দ্রীয় সচিবালয়ে এক মতবিনিময়সভায় ২৭ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আবু সাঈদ জয় সভাপতি, কালের কণ্ঠ’র সাংবাদিক শেখ আব্দুল্লাহ আল নোমান সাধারণ সম্পাদক, ফয়সাল হাসান সহসভাপতি ও সানজিদা পারভিন সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
‘সুজন বন্ধু’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব জারিফ অনন্তের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভায় বিশেষ অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দীলিপ কুমার সরকার। ‘সুজন বন্ধু’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অলিউল ইসলাম এবং অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সুজনের প্রেক্ষাপট ও ‘সুজন বন্ধু’ তৈরির প্রয়োজনীয়তা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন দীলিপ কুমার সরকার।
প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্র ও সুশাসন সুসংহত করার পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে তরুণদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ড. বদিউল আলম মজুমদার।
এ ছাড়া সভায় অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় ড. বদিউল আলম মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে ‘সুজন বন্ধু’। সংবাদ বিজ্ঞপ্তি।

এনটিভি অনলাইন ডেস্ক