হত্যা মামলায় জামিন পেলেন তরুণ নাট্যনির্মাতা রিংকু
গুলশানের শাহজাদপুরে সুবাস্তুর নগরভ্যালীর সামনে গুলিতে নাইমুর রহমান হত্যা মামলায় তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিচারক জামিনের এই আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ কারাগারে পাঠানোর আদেশ দেন। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে গুলশান থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
নথি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে সুবাস্তুর নগরভ্যালীর সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হয়। এ ঘটনায় তার বাবা খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন।