বাস থেকে ১০ কোটি টাকার ভারতীয় মাদক জব্দ
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১০ কোটি টাকার ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পিরোজপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস থেকে এ মাদক জব্দ করা হয়।
বিজিবি জানায়, বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। বিকেল ৩টার দিকে ‘মেট্রোপলিটন পরিবহণ’ নামে যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির টহলদল বাসটি থামিয়ে তল্লাশি করে। পরে ২০ বোতল ভারতীয় এলএসডি জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা। এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বিজিবির পক্ষ থেকে।
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘কুষ্টিয়া বিজিবি সীমান্ত এলাকায় মাদক সন্ত্রাস, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করে যাচ্ছে। বিজিবি ইতোমধ্যে অনেকগুলো সফলতা পেয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে এবং মাদক সন্ত্রাস নির্মূলে বিজিবি কাজ করে যাবে।’