চার হাজার ২৩৫ কেজি ভারতীয় চিনি জব্দের দাবি র্যাবের
শেরপুরের নকলা উপজেলায় একটি পিকআপভ্যান থেকে চার হাজার ২৩৫ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ ময়মনসিংহের একটি দল। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে এই অভিযান চালায় র্যাব।
এ সময় সিরাজুল ইসলাম (৬৮) ও আনিসুজ্জামান (৪০) নামে দুজনকে আটক করা হয়।
র্যাব ১৪-এর সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১৪ ময়মনসিংহের একটি দল নকলা উপজেলায় সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালায়। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা চার হাজার ২৩৫ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয় পিকআপটি থেকে। এ সময় চোরাচালানের সঙ্গে যুক্ত সন্দেহে নালিতাবাড়ীর গড়কান্দার সিরাজুল ইসলাম ও ময়মনসিংহের ধোবাউড়ার আনিসুজ্জামানকে আটক করে র্যাব।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা শুল্ক ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে চোরাই পণ্য এনে বাজারজাত করছিল। আটক ব্যক্তিদের নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।