ভারতে অনুপ্রবেশকালে ময়মনসিংহে আটক ৪
ময়মনসিংহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে। গতকাল শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সূর্যপুর বিওপির আওতাধীন কাটাবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসমাইল হোসেন শনিবার রাত সাড়ে ৮টার দিকে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—জেলার হালুয়াঘাটের আব্দুর রহিম (৫০), শরীয়তপুরের মো. জব্বার মিয়া (৫০), ঢাকার মো. সোহান মিয়া (৩২) ও টাঙ্গাইলের মো. সাইফুল ইসলাম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, চারটি ভারতীয় এটিএম কার্ড, ভারতীয় এক নাগরিকের এনআইডি কার্ড, দুটি ব্যাগ ও বাংলাদেশি ১৪ হাজার ২২২ টাকা উদ্ধার করে বিজিবি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘বিজিবি আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।’