ফরিদপুরে অ্যালকোহল পানে দুই নারীর মৃত্যুর অভিযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/12/faridpur-news-pic.jpg)
ফরিদপুরে অ্যালকোহল পান করে সরকারি রাজেন্দ্র কলেজের দুই নারী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিনগত রাতে একজন আজ শনিবার (১২ অক্টোবর) সকালে অপরজনের মৃত্যু হয়।
শহরের আলিপুর কানাই মাতুব্বরের এলাকায় এই ঘটনা ঘটে। রাতে অবস্থা বেগতিক দেখে তাঁদের খালা বীথি তাদের প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে একজনের মৃত্যু হয়। আরেকজন আজ শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত শিক্ষার্থীরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রতন কুমার সাহার মেয়ে রত্না সাহা (২৪) ও মাগুরা জেলার শালিখা উপজেলার সাধন বিশ্বাসের মেয়ে পূজা বিশ্বাস (২০)। পূজা বিশ্বাস সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। রত্না সাহা ডিগ্রির ছাত্রী।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপূজা দেখে ভাড়া বাসায় ফেরে তারা দুজন। এরপর বাসায় এসে বমি শুরু করে। অবস্থা বেগতিক দেখে তার খালা বীথি তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা বেগতিক দেখে ডাক্তার তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যুর ঘটনা ঘটে। অপরজন আজ সকালে মারা যান বলে তিনি জানান।
পুলিশ জানায়, অতিরিক্ত অ্যালকোহল পান করায় তাঁদের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।