পরিবারসহ সাবেক এমপি রনজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত কুমার রায়, তার স্ত্রী নিয়তি রায়, ছেলে রাজিব কুমার রায় ও তার স্ত্রী এবং ছেলে সজিব কুমার রায় ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ রোববার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। এদিন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন।
কোর্ট পরিদর্শক বলেন, আজ রোববার (২৭ অক্টোবর) দুদকের উপপরিচালক সিরাজুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, রণজিতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে যেতে পারেন বলে অনুসন্ধানকালে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম খান নিষেধাজ্ঞার পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
নবম, দশম ও একাদশ সংসদের সদস্য ছিলেন রণজিত কুমার রায়। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে সরে দাঁড়ান। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে হলফনামায় তার স্থাবর-অস্থাবর সম্পদ ছিল সর্বসাকল্যে ৫ লাখ ৬০ হাজার টাকার। দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় রণজিতের ৪ কোটি ৫০ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।