খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত, অবরোধের ডাক
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিনজন কর্মী নিহত হয়েছে। উপজেলার লতিবান ইউনিয়নের শান্তিরঞ্জন পাড়ায় আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। ইউপিডিএফ এক বিবৃতিতে এ দাবি করেছে।
বিবৃতিতে বলা হয়, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে লতিবান গ্রামের সুবাস চাকমা ওরফে সিজন (৫০), খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া প্রকল্প গ্রামের খরকসেন ত্রিপুর শাসন (৩৫) ও একই গ্রামের পরান্টু চাকমা ওরফে জয়েন (২২) নিহত হয়। তারা প্রত্যেকেই আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী।
লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শান্তিরঞ্জন পাড়ায় তিনজন ইউপিডিএফ প্রসিত দলের সদস্যকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, তারা গোলাগুলির খবর শুনেছেন। তবে এলাকা দুর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।
ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য সংঘাত ও বৈষম্যবিরোধী মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন। গত এক মাসে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাঁচ-ছয়বার পাহাড়ের বিবাদমান দুটি আঞ্চলিক দলের সশস্ত্র সদস্যরা বন্ধুকযুদ্ধে লিপ্ত হলে বেশকিছু গুলিবিনিময় ও হতাহতের ঘটনা ঘটে। ইউপিডিএফ তাদের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে।