পদমর্যাদার দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও শিক্ষার্থীদের
মাদারীপুরে ডিপ্লোমাধারীদের দশম গ্রেডের পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে টেকনোলজি ও ফার্মাসির শিক্ষার্থীরা। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে মশালসহ ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা দিয়ে আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করার দাবিও জানান শিক্ষার্থীরা।
এ ছাড়া মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইডেট সার্ভিস নীতিমালা প্রণয়ন ও বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ চালুসহ প্রশিক্ষণ ভাতা চালুর দাবি জানান। এই দাবি শিগগিরই মেনে না নেওয়া হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য দেন মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী আমির হামজা, মিরাজুল ইসলাম, সৌরভ রায়, পূর্ণ রায়, ফাহিম আলমসহ অনেকেই।