হাসনাত-সারজিসকে ‘হত্যাচেষ্টার’ প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ
বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে যাচ্ছে এবং হিন্দু-মুসলিম বিষয়গুলোকে সামনে আনতে চায় তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের বহরের গাড়ি দুর্ঘটনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ শেষে এ দাবি জানান নাসির উদ্দিন।
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক প্রশাসনের প্রতি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এ ছাড়া দেশ নিয়ে ষড়যন্ত্র করা হলে, ছাত্র-জনতা পুনরায় দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত দেখুন ভিডিওতে।