মুন্সীগঞ্জে মহাসড়কে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ
ঢাকা-মাওয়া মহাসড়কে পড়ে থাকা এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই তরুণীর মরদেহের পাশে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে। তাকে গুলিতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা গেছে। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। এ ছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ