বিমানবাহিনী আজ সুসংগঠিত ও পেশাদার : বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনী আজ সুসংগঠিত পেশাদার বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান এ প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি ও এসপিএসএসসি ২০২৪ বি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে এই শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান। এরপর তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
৮৫তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বে জন্য সোর্ড অব অনার পেয়েছেন অফিসার ক্যাডেট জান্নাতুল ফেরদৌস মোহনা। উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি পেয়েছেন অফিসার ক্যাডেট মোহাম্মদ রহমাতুল্লাহ শিশির এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি লাভ করেছেন অফিসার ক্যাডেট ফাহিম মোর্শেদ রাতুল ।
আজকের কুচকাওয়াজের মাধ্যমে ১২ মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৭৪ অফিসার ক্যাডেট কমিশন লাভ করেছেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন ধরনের বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকশ প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়।
পদক বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বর্তমান সরকার বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আকাশ সীমার ওপর যেকোনো হুমকি বা আক্রমণ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী পরিপূর্ণ সক্ষমতা নিয়ে প্রস্তুত আছে।
বিমান বাহিনী প্রধান আরও বলেন, ইতোমধ্যে বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান, সুপরিসর পরিবহণ বিমান, আধুনিক হেলিকপ্টার, বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন আকাশ প্রতিরক্ষা রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংযুক্ত হয়েছে।
বৈমানিকদের প্রশিক্ষণে আধুনিক সরঞ্জাম সংযুক্ত হওয়ার কথা জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, বাংলাদেশ বিমান বাহিনী আজ সুসংগঠিত পেশাদার বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে।