পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ে আজ রোববার (২২ ডিসেম্বর) থেকে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গত দুদিন ধরে এখানে তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকলেও আজ আবারও নিচে নেমে এসেছে।
আজ সকালে সূর্যের মুখ দেখা গেলেও মৃদু শৈত্যপ্রবাহ থাকার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে রোদের কারণে দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়লেও বিকেল থেকেই ঠান্ডা লাগতে শুরু করছে। গরম কাপড় পরে লোকজন বাইরে বের হচ্ছেন। রাতে কুয়াশা পড়ছে, পাশাপাশি কোনো কোনো সময় শীতল বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে রাতের শীতে এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ রেববার সকাল ৬টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সকাল ৯টায় তাপমাত্রা কিছুটা কমে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ ভাগ। বাতাসের গতি ছিল ৬ থেকে ৮ কিলোমিটার। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে বলেও জানান তিনি।