সাভারে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সাভারে সড়ক দুর্ঘটনায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (২২ ডিসেম্বর) প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ করে রাখায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। হঠাৎ অবরোধে আটকে পড়ায় দুর্ভোগের কবলে পড়েন দূরপাল্লার বাসযাত্রীরা।
এ ছাড়া দুর্ঘটনায় জড়িত বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠিকানা পরিবহণের ৩০ বাস আটক করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গতকাল শনিবার সাভারে মহাসড়কের পাকিজা টার্নিংয়ে ঠিকানা পরিবহণের বাসচাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে।
এ দুর্ঘটনার প্রতিবাদে আজ সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ঢাকার মহাসড়কে মানববন্ধন করে জড়িত বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একপর্যায়ে মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনায় জড়িত বাসচালককে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়ার পরে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।