আ.লীগ জাতিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল : ডা. শফিকুর রহমান
আওয়ামী লীগ সংখ্যাগুরু-সংখ্যালঘু, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি-বিপক্ষের শক্তি করে জনগণকে দুই ভাগে বিভক্ত করে আমাদের শোষণ করেছে। আর কোনো বিভক্তি ও বৈষম্য আমরা সৃষ্টি করতে দেব না বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রোববার রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ অভিমত ব্যক্ত করেন।
জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা স্বাধীনভাবে চলাচল করতে পারবে। তারা পছন্দমতো পর্দা করবে।
জামায়াতের আমির আরও বলেন, ৫ আগস্টের পর নতুন ডাকাতরা ইসলামি ব্যাংক দখল করতে আসছিল। ব্যাংকপ্রেমীরা তা প্রতিহত করে। এখন ইসলামি ব্যাংক নিজের ঠিকানায় পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর ও শহর শাখার উদ্যোগে উপজেলা আমির মাওলানা আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিট্যান্ট সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।