রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে আলোচনা সভা
নরসিংদীর শিবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যলয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিজ রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান খান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এ সময় সেই ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিট হাসিনা তাঁর ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সংবিধানে অনেক অগণতান্ত্রিক ধারা যুক্ত করেছিলেন। বিএনপি সেই সব অগণতান্ত্রিক ধারা সংবিধান থেকে বাতিল করবে। এবং জনগণের ক্ষমতা জনগণের সরকারের কাছে ফিরিয়ে দেওয়াসহ গণভোটাধিকার প্রতিষ্ঠায় সব ব্যবস্থা গ্রহণ করবে।