বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
গোপালগঞ্জে বছরের প্রথম দিনে জেলা প্রশাসকের হাত থেকে নতুন বই পেয়ে বেজায় খুশি স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থী ঋষিতা দেবী ঐশী।
আজ বুধবার (১ জানুয়ারি) গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ঐশীসহ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। বই বিতরণ অনুষ্ঠানে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ও জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস ও মো. সেবগাতুল্যাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বই বিতরণ উৎসবে বক্তারা উপস্থিত শিক্ষার্থীদেরকে নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার উপদেশ দেন।
৮ম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ঋষিতা দেবী ঐশী এ প্রতিবেদককে তার প্রতিক্রিয়ায় বলেন, জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে নতুন বই নিয়েছি- আমার কাছে এ বিষয়টা দারুণ উৎসাহব্যঞ্জক হবে। আমি সকলের আশীর্বাদ কামনা করছি, যাতে একজন আলোকিত মানুষ হতে পারি।