দুই কোটি ভুয়া ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে : রফিকুল ইসলাম
আওয়ামী লীগ আমলের দুই কোটি ভুয়া ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাভারে রেডিও কলোনি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এ দাবি জানান।
গোঁজামিলের ভোটার তালিকা হচ্ছে অভিযোগ করে রফিকুল ইসলাম খান বলেন, গোঁজামিলের ভোটার তালিকা হচ্ছে। এ জন্যই গোঁজামিল বলব কারণ আওয়ামী লীগ আমলে ২ কোটি ভুয়া ভোটার তালিকাবদ্ধ হয়েছে, তাদেরকে আগে বাদ দিতে হবে। তাদেরকে বাদ না দিয়ে তালিকা করলে কী যথার্থ হবে? স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচনে আয়োজন করতে হবে।
২০০৮ সালের পর থেকে আর কোনো ফ্রেশ ভোটার তালিকা হয়নি বলেও উল্লেখ করেন রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদী শাসন আর ফিরবে না। শেখ হাসিনাও ঠুস করে দেশে ফিরতে পারবে না। বাংলাদেশে আসতে হলে আপনাকে আসামি হিসেবে আসতে হবে। এ দেশের জনগণই আপনাকে নিয়ে আসবে। জনগণই বিচার নিশ্চিত করবে।
জামায়াতের এই কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘সামনে রমজান মাস। দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। আগেও শুনেছি সিন্ডিকেটের কথা, এখনো শুনছি সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ফ্যাসিবাদের পতনের পর আবার যদি সেই সিন্ডিকেট থাকে, তাহলে বাংলাদেশের এই হাজার হাজার মানুষের রক্ত কী বৃথা যাবে?’
সিন্ডিকেট ভেঙে এ দেশের ১৮ কোটি মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যকে ক্রয়সীমার মধ্যে আনার দাবি জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি আফজাল হোসাইন প্রমুখ।