আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদাও অনিশ্চিত : কামাল উদ্দিন
গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিক হিসেবে আপনাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদাও নিশ্চিত হবে না। এই কমিশনের কাজ হলো স্বাধীন, বস্তুনিষ্ট ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সংস্কার সুপারিশ করা।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কামাল উদ্দিন আহমেদ এ কথা বলেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, আমরা বলতে পারি, স্বাধীন সাংবাদিকতার জন্য যেটা প্রয়োজন সেটা হলো আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। যাতে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই অমরা সংস্কার প্রতিবেদন পেশ করব। প্রতিবেদন পেশ করার পর সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের উপর সাংবাদিকদেরই চাপ সৃষ্টি করতে হবে। সাংবাদিকরা চাপ সৃষ্টি না করলে এই সংস্কার একটাও বাস্তরায়ন হবে না।
এ সময় কমিশনের সদস্য মোস্তফা সবুজ ও আক্তার হোসেন খান উপস্থিত ছিলেন।
সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ