ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতে আগুন, ভাঙচুর
ভোলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গাজীপুর রোড এলাকার তোফায়েল আহমেদের বাড়িতে গিয়ে ভাঙচুর করে আগুন দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় ঘরের মালামালে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।