আট ঘণ্টা পর কেরানীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জাবালে নূর নামের একটি ১০ তলা মার্কেটের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্য, সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন উদ্ধার অভিযানে অংশ নেয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় আট ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর সদস্যরা জাবালে নূর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে। মার্কেটের নিচের বেজমেন্টে প্রথমে আগুন লাগে এবং পরে তা মার্কেটের দ্বিতীয় তলাসহ অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর সদস্যরা আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মার্কেটের ভেতরের ছোট ছোট গার্মেন্টসের কারখানাগুলোর ভিতরে এখনও ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। দমকল বাহিনীর সদস্যরা বলছেন, ভেতরের বড় ধরনের আগুনের প্রভাব এখন আর নেই। বেজমেন্টে কাপড় ও দ্বিতীয় তলায় কাপড়সহ বিভিন্ন দোকান থাকার কারণে সেই দোকানের মালামালগুলোতে আগুন লেগে যায়। মার্কেটের অধিকাংশ দোকানের শাটার বন্ধ থাকায় ভেতরে পানি দিয়ে আগুন নেভানোটা কষ্টসাধ্য হয়ে পড়ে দমকল বাহিনীর সদস্যদের জন্য। বিকেল পর্যন্ত দমকল বাহিনীর ১৪টি ইউনিট সমন্বিতভাবে আগুন নেভানোর কাজ করেছে।
দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সকাল থেকে এ পর্যন্ত মার্কেটের ভিতরে অবস্থানরত অন্তত ৫০ জন ব্যক্তিকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ছাড়াই এই অগ্নি নির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানানো হবে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কী ধরনের মালামালের ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
মার্কেটের দোকানদাররা জানিয়েছেন, তাদের দোকানে বিভিন্ন ধরনের কাপড় ছিল, যার মূল্য এই মুহূর্তে নির্ধারণ করা সম্ভব নয়। অনেকেই কিছু মালামাল বের করতে পারলেও অধিকাংশ দোকানদাররা দোকান থেকে মাল বের করতে পারেননি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওমর ফারুক বলেন, জাবালে নূর মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। কী কারণে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ