কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, উদ্ধার ৪০
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার জাবালে নূর মার্কেটের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জানা গেছে, ভোরে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্য, সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সকাল থেকে এ পর্যন্ত মার্কেটের ভেতরে অবস্থানরত অন্ততপক্ষে ৪০ জন ব্যক্তিকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কি কারণে আগুন লেগেছে তদন্ত করে জানানো হবে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কি ধরনের মালামালের ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাই। ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
আনোয়ারুল ইসলাম আরও জানান, ভবনের নিচতলায় আগুন লাগার কারণে ধোঁয়া দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ