গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/gazipur.jpg)
গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে। আগুনে পুড়ে গেছে গোডাউনে রাখা বেশ কিছু্ মালামাল।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহিন আলম।
শাহিন আলম জানান, টঙ্গী মিলগেট এলাকায় ভোরে পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় তথা ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গোডাউনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনা করে আরও চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু ঝুট মালামালসহ পার্শ্ববর্তী কয়েকটি দোকান।
শাহিন আলম বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে পরে বলা যাবে।