ছাত্র-তরুণরা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে : জোনায়েদ সাকি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/saki_0.jpg)
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে।’
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি প্রাইমারি স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘এই সুযোগ কাজে লাগাতে হবে। মতপার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। বাঞ্ছারামপুরের সর্বোচ্চ উন্নয়ন করতে আমি ও আমার দল বদ্ধপরিকর।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জারি আছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। প্রচলিত নিয়মে যারাই ক্ষমতায় যায়, তারাই ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ কায়েম করতে পারে। এ জন্যই গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার দরকার।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এটা মনে রাখা দরকার শেখ হাসিনার আগেও যত দুঃশাসন হয়েছে, তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসনটা কায়েম করেছে, সে ব্যবস্থা এখনও বহাল তবিয়তে আছে। এই ব্যবস্থা পরিবর্তন করা এখন প্রধান কাজ। যেমন জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পেরেছি, কাজেই এই ব্যবস্থা বদল করতে আমাদের পিছিয়ে গেলে হবে না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই মূল বার্তা।’
রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরকার মো. মইনুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ছাত্র ফেডারেশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈকত আরিফ ও উপজেলার প্রধান সমন্বয়ক শামীম শিবলী প্রমুখ।