ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শনিবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
জানা গেছে, প্রথমে সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা মিছিল শুরু করলে পরবর্তীতে শহীদুল্লাহ হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন। এরপর তারা মিছিলটি নিয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। রাত ১টা ৩০ মিনিটেও রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমি কে তুমি কে, আছিয়া আছিয়াসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ঢাবি শিক্ষার্থী মাশিয়াত জামান সামান্তা বলেন, ধর্ষকের সর্বোচ্চ সাজা কামনা করছি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
শিক্ষার্থীদের বক্তব্যে আরও বলা হয়, শিশু আছিয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা ন্যায়বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাবেন। এসময় ধর্ষণের মতো অপরাধ রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।