নাটোরে পুকুর থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোরে জেলা প্রশাসকের পুরোনা বাংলোর পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের কান্দিভিটা এলাকায় পুলিশ ওয়ারলেস সেন্টার সংলগ্ন ও ডিসির পুরোনা বাংলার তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি শটগান, একটি দোনলা বন্দুক ও একটি এয়ারগান।
বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বড়শিটি পানির নিচে আটকে গেলে তারা তা ছোটাতে পানিতে নামেন। এ সময় তারা দেখেন একটি কম্বলে আটকে গেছে। কম্বলটি খুলে তারা দেখতে পান এর মধ্যে একটি এয়ারগান ও একটি দোনলা বন্দুক। পরে বিষয়টি স্থানীয় লোকজন পুলিশকে জানালে পুলিশ গিয়ে সেগুলে উদ্ধার করে। এরপর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরিদল এনে পুরো পুকুরে তল্লাশি চালিয়ে আরও চারটি শটগান পাওয়া যায়।
আগামীকাল শনিবার থেকে পুরো পুকুরের পানি সেচ দিয়ে নতুনভাবে পুকুরে তল্লাশি অভিযান শুরু হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।