সড়কে ঝরল নারী-শিশুসহ ৪ প্রাণ, আহত ২

সড়ক দুর্ঘটনার ফাইল ছবি
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। একইসঙ্গে আহত হয়েছে আরও দুজন।
মহানগরের গৌরীপুরের চন্দ্রপাড়া মোড় এলাকায় আজ সকাল ৭টার দিকে বাস ও অটোর মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা হতাতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নিহতেরা হলেন, গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)। চিকিৎসাধীন রয়েছে শ্যামলী (২০) ও মাহি (১৪)।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজাহারুল আনোয়ার জানিয়েছেন, পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।