গোপালগঞ্জে মোটরসাইকেল-মাহেন্দ্রার সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে মোটরসাইকেল-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। আজ বুধবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের কামাল শেখের ছেলে মহন্নেত শেখ ও গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার পার ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঁশবাড়িয়া থেকে ছেড়ে আসা টুংগীপাড়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রা এমদাদুল হক ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মহন্নেত শেখ ও মাহেন্দ্রার যাত্রী মারুফ শেখ (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনায় আহতদের টুংগীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।