বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আপনারা আশপাশের দেশে দেখুন কী ধরনের অবস্থা। আজ শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ স্নানঘাট পরিদর্শনে এসে উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুজবের সংবাদ প্রচার করে অনেকেই পয়সা কামায়। তবে আপনারা সঠিক সংবাদ প্রচার করলে মিথ্যা সংবাদটা এমনিতে ঢাকা পড়ে যাবে। বিদেশি মিডিয়ার সঙ্গে যাদের সম্পর্ক ভালো তারাও চায় একটা মিথ্যা নিউজ দিতে। তবে আপনার সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের কাউন্টার করবেন, তাতে তাদের মুখে চুনকালি পড়বে।
বিগত বছরের তুলনায় এ বছর পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার নিরাপত্তাব্যবস্থাও যথেষ্ট জোরদার। নিরাপত্তার পাশাপাশি এখানে স্বাস্থ্যসেবাও দেওয়া হচ্ছে। সবাই আমরা বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য কাজ করছি।
বিদেশের গণমাধ্যমের মিথ্যা প্রচারণা ও গুজব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘পরিস্থিতি খুবই ভালো। কেউ মিথ্যা সংবাদ ছড়ালে তা স্বাভাবিকভাবেই গুরুত্ব হারায়। কোথায় কে কী মিথ্যা বলল তা আমাদের দেখার বিষয় না। অনেকে মিথ্যা সংবাদ বলে পয়সা বেশি পায়। বিদেশি কিছু মিডিয়া এই কাজ করে। আপনাদের বলব, আপনারা সত্য সংবাদ প্রচার করবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ।’
লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকাকে কেন্দ্র করে পর্যটন এলাকা গড়ে তোলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে এখানে পর্যটন কেন্দ্র তৈরি করা যায় কি না, সে বিষয়ে পরামর্শ করে আমরা কাজ করব। এটা হচ্ছে ধর্মীয় পর্যটনকেন্দ্র বা পুণ্যকেন্দ্র। কোনোভাবে যেন এখানকার ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।