এনআইডি সংশোধন নিয়ে ইসি সচিবের কড়া নির্দেশনা
 
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে কড়া নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সচিবের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে সব এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করতে হবে কর্মকর্তাদের। গতকাল বুধবার (১৬ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ নির্দেশনাটি এনআইডি বিভাগের পরিচালককে দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ২৪ এপ্রিলে মধ্যে, খ-১ ও খ ক্যাটাগরিভুক্ত আবেদন ৩১ মের মধ্যে নিষ্পত্তিকরণসহ জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন ও আবেদন আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, ২০১১ সালের এক জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তারমধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এছাড়া, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার ২৬৬টি, তারমধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসেবে ২০১১ হতে অদ্যাবধি চার লাখ দুই হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।
বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৪৪ লাখের মতো। এদের অনেকের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
