টঙ্গীর পূর্ব আরিচপুরে দুই শিশুকে জবাই করে হত্যা
গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল (১৮ এপ্রিল) ৪টার দিকে পূর্ব আরিচপুর রূপবানের মার টেক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। পরিবারের সঙ্গেই তারা পূর্ব আরিচপুর এলাকায় সানোয়ারের আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
নিহত শিশুদের পরিবারের ধারণা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, আজ বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পায় স্বজনরা। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে কেন বা কী কারণে শিশু দুটিকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা-বাবাকে থানায় নেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নাসির আহমেদ, গাজীপুর