কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার মিয়াবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে চৌদ্দগ্রাম থানার একটি দল সহযোগিতা করে। অভিযানের সময় মিয়াবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, সেবাগ্রহীতাকে সঠিকভাবে ওজনে পণ্যসামগ্রী দেওয়া হচ্ছে কিনা ও প্রতিটি পণ্য বা সেবার মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত হয়েছে কিনা, তা যাচাই করা হয়।
এ সময় মিষ্টি, দই, টোস্ট, ব্রেড ও মিষ্টিজাত খাদ্যদ্রব্য তৈরি এবং বাজারজাতকরণের লাইসেন্স না থাকা, পণ্য ওজন ও পরিমাপদণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা সেই মর্মে বিএসটিআই এর কোনো ক্যালিব্রেশন সার্টিফিকেট না থাকা ও উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় গ্রামীণ রেস্তোরাঁ অ্যান্ড সুইটস, ঈশিতা সুইটস অ্যান্ড কনফেকশনারি, আফতাব সুইটস অ্যান্ড কনফেকশনারি ও হীরা সুইটস অ্যান্ড কনফেকশনারিকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে আশপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার মিয়াবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’