বাংলাদেশে সব দল-ধর্মের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে : জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দল-ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। যেখানে সমাজের কোথাও দুর্নীতির দুর্গন্ধ থাকবে না। রোষের যাতাকলে পিষ্ট হয়ে সব নাগরিক নীরবে কাঁদবে না। বিচারের বাণী নিভৃতে আর কাঁদবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিভিন্ন দল-ধর্মের মানুষের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। এক বাংলাদেশের সবার একই অধিকার। সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, ইনশাল্লাহ।’
আজ শুক্রবার (২৫ এপ্রিল) জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা ও মহানগর কর্মী সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর। বিস্তারিত দেখুন ভিডিওতে।

এনটিভি অনলাইন ডেস্ক