ফুলে সাজানো রিকশায় প্রধান শিক্ষকের বিদায়

নীলফামারীর ডোমার উপজেলার নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ এম আকতার জাহান বিউটি অবসর নিয়েছেন। তার কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সহকর্মী ও শিক্ষার্থীরা এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করে।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুদীপ চন্দ্র শর্মা।
২০১৮ সালে নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়া বিউটি ম্যাডাম প্রায় ৩৮ বছরের কর্মজীবনের শেষ দিনেও শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষকসহ আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন। তারা আকতার জাহানকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে উল্লেখ করে বিদ্যালয়ের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষাদানে তার অবদানের কথা তুলে ধরেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সালমা আক্তার আবেগাপ্লুত কণ্ঠে বলে, ‘ম্যাডাম আমাদের খুব ভালোবাসতেন, শাসন করতেন ও ভালোভাবে পড়াতেন।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উৎসব রায় বলে, ‘ম্যাডামের পড়ানোর ধরন আলাদা ছিল। তিনি আমাদের আদর করতেন, আবার প্রয়োজনে শাসনও করতেন। আমরা তাকে খুব মিস করব।’
সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান বলেন, বিউটি ম্যাডামের আগমনে বিদ্যালয়ের চিত্র পাল্টে গিয়েছিল এবং তিনি সবার প্রিয় ছিলেন।
সহকারী শিক্ষক দীপক চন্দ্র রায় বলেন, তিনি শিক্ষক না হয়ে অভিভাবকের মতো ছিলেন।
বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম আকতার জাহানকে দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান শিক্ষক হিসেবে অভিহিত করেন।
প্রধান অতিথি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুদীপ চন্দ্র শর্মা বলেন, আকতার জাহান একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি সবসময় শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন।
বিদায়ী বক্তব্যে আকতার জাহান তার দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন। শিক্ষার্থীদের ভালোবাসা ও সাফল্যকে তার সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে বর্ণনা করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষিকাকে ফুলে সজ্জিত একটি রিকশায় করে সম্মান জানিয়ে বিদায় জানানো হয়। সহকর্মীরা তাঁকে রিকশায় করে প্রায় আট কিলোমিটার দূরে তাঁর বাড়ি পৌঁছে দেন।